শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬

যৌনাঙ্গতে মুখ লাগানো সম্পর্কে প্রশ্ন ও উত্তর

যৌনাঙ্গতে মুখ লাগানো সম্পর্কে প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ স্ত্রীর মুখে লিঙ্গ দেওয়া জায়েজ আছে কি?

প্রশ্নঃ বউয়ের যোনিতে কি মুখ দেওয়া যাবে? ইস
প্রশ্নঃ স্বামী তার স্ত্রীর যোনি এবং স্ত্রী তার স্বামী (পুরুষাঙ্গ+যোনি) চুষতে পারবে কি?
উপরের প্রশ্ন ৩ টি কিন্তু মূলে জবাব একটি। তাই তিনটির প্রশ্নের জবাব এক সাথে দিয়ে দিলাম।
উত্তরঃ মা আয়েশা সিদ্দিকা (রাঃ) বলেছেনঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার লজ্জাস্থান দেখেন নি এবং আমিও নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থান দেখেনি।
তাছাড়া নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন লজ্জাস্থানে না তাকাতে। কেননা তাতে নাকী চোখের জ্যোতি কমে যায়।
লাম কি বলে যদি পারেন জানাবেন।
দ্বিতীয়ত্বঃ যৌনাঙ্গতে মুখ লাগানো এটি একটি পুশুভিক্তিক আচরণ। যৌনাঙ্গতে মুখ লাগানো এটা সভ্য মানুষের আচরণ হতে পারেনা। পুশুদের হাত নেই বলেই তার সঙ্গীনিকে মুখ দ্বারা উত্তেজিত করে। কিন্তু আপনার তো হাত আছে। আপনার হাত থাকতে কেনো আপনি (পুরুষ ও নারী) কেনো যৌনাঙ্গতে মুখ লাগিয়ে আপনার সঙ্গীনিকে উত্তেজিত করবেন?? আমার জানা মতে পুশুরাও তো যৌনাঙ্গতে মুখ লাগায় না। তবে আপনি কেনো সৃষ্টির সেরা হয়ে যৌনাঙ্গতে মুখ লাগাবেন???
এটা তো প্রসাবের রাস্তা। আপনি কি যে পাত্রে প্রসাব করেন সে পাত্রে কি খাদ্য রেখে খাবেন??? আপনার রুচিতে হলে খেতে পারেন আমার কোনো আপত্তি নেই। আমার এই কথার বিপরীতে যদি আপনি বলেন এটা (যৌনাঙ্গ) তো ধোয়া ও পরিস্কার থাকে। জবাবে আমি আপনাকে বলবো আপনি কারো বাসায় মেহমান হয়ে গেলেন। আপনার সামনে সে বাসার মালিকের ছোট্ট ছেলে ফল রাখার পাত্রেতে প্রসাব করে দিল এবং বাসার মালিক তা ধুয়ে সে পাত্রে আপনাকে ফল বা খাবার আপনি কি সে খাবার খাবেন? অবশ্য আপনার রুচিতে হলে খেতে পারেন। আপনি তাকান তো আপনার নিজের দিকে। আপনি যখন আপনার মায়ের গর্ভে ছিলেন, তখন মহান আল্লাহ আপনার মায়ের মাসিকের রক্ত বন্ধ করে সে রক্ত দিয়ে আপনার প্রাণ বাঁচিয়েছেন। সে মাসিকের রক্ত কি আপনাকে মুখ দিয়ে পান করিয়েছেন না কি নাড়ী দিয়ে। মহান আল্লাহ মাসিকের রক্ত নাড়ী দিয়ে আপনার দেহ প্রবেশ করিয়ে আপনার প্রাণ রক্ষা করেছেন। কেনো করেছেন? উত্তর হচ্ছে এই রক্ত যদি আপনার মুখ দিয়ে আপনার দেহে প্রবেশ করাতেন তাহলে আপনার মুখ টা নাপাক হয়ে যেত। তা হলে আপনি দুনিয়াতে এসে অপবিত্র মুখ দিয়ে মহান আল্লাহর নাম নিতেন। আপনি যাতে পবিত্র মুখ দিয়ে মহান আল্লাহর নাম জপতে পারেন সে জন্য মহান আল্লাহ এই ব্যবস্থার মাধ্যমে মায়ের গর্ভে আপনার প্রাণ বাঁচিয়েছেন।
তৃতীয়তঃ যৌনাঙ্গতে মুখ লাগালে যৌনাঙ্গতে লেগে থাকা জীবাণু আপনার দেহে প্রবেশ করবে। তাতে আপনি অসুস্থ হওয়ার সম্ভবনা আছে। তাছাড়া আপনি যৌনাঙ্গতে মুখ লাগাবেন সে যদি যৌন রোগে আক্রান্ত হয়ে থাকে তখন আপনি কি করবেন???
এখন আপনি যদি প্রশ্ন করেন ডাক্তারেরা তো বলে যৌনাঙ্গতে মুখ লাগাতে। উত্তরে আমি বলতে চাই, ডাক্তারেরাতো বলে পানি ফুটালে পানিতে থাকা জীবাণুরা মরে যায়। কিন্তু পানিতে থাকা জীবাণুরা মরে কি উড়ে যায় নাকি সে জীবাণু পানিতেই থেকে যায়??? এখন আপনি যদি সে পানি খান তাহলে মরা জীবাণুর সাথেই সে পানি খাচ্ছেন।
এই পোস্ট টি যারা পড়েছেন তাদের মনে আবার এই প্রশ্ন জাগতে পারে যে লোকদের মনে এ রকম প্রশ্ন আসে কেন???
উত্তর হচ্ছে পর্ণ ভিডিওর প্রভাব। মোবাইল ফোনে ভিডিও দেখার সুবিধা থাকার কারণে পর্ণ ভিডিও এখন সবার হাতে হাতে চলে এসেছে। পর্ণ ভিডিওতে বিশ্ব বেশ্যারা যা করে তা দেখে তাদের মনে এই ধরণের প্রশ্ন জাগে। যারা এই প্রশ্ন গুলো করেছে আপনি তাদের কে সাধুবাদ জানাবো। কেনোনা তারা এই প্রশ্ন গুলো করার কারনে এই পোস্ট টি লিখতে পেরেছি যার কারণে তারা হয়ত এই কাজ করা থেকে বিরত থাকবে। তারা যদি এই প্রশ্ন না করে ঐ বেশ্যাদের মতো কাজ চালিয়ে যেত তাহলে????
এতোক্ষণ যারা এই পোস্ট টি পড়েছেন তারা সবাই এটি শেয়ার করবেন বলে আমরা আশা করি।
Read More

বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬

ভারতের আক্রমণের আশঙ্কায় কাঁপছে পাকিস্তান


ইসলামাবাদ: যেকোনো মুহূর্তে আক্রমণ করতে পারে ভারত৷ এমনই আশঙ্কা করছেন নাওয়াজ শরিফ সরকার৷ বিবিসি-র পাকিস্তান সংবাদদাতা জানিয়েছেন, দেশের উত্তরাঞ্চলেই ভারতীয় সেনার আক্রমণের আশঙ্কা করা হচ্ছে৷ জম্মু-কাশ্মীরের উরিতে জঙ্গি হানার পরই কূটনৈতিক স্তরে পাকিস্তানকে আন্তর্জাতিক মঞ্চে চরম বিব্রত করেছে ভারত৷ রাষ্ট্রসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র আগেই উরি হামলার কড়া নিন্দা করেছে৷ রাশিয়া-ফ্রান্স যৌথভাবে পাকিস্তানের অবস্থানকে তুলোধোনা করেছে৷ এরপরেই বিবিসির প্রতিবেদনে ভারতের আক্রমণের বিষয়ে সংবাদ প্রকাশ করা হল৷
উরিতে হামলার পরই দেশজুড়ে পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার দাবি উঠেছে৷ এ ব্যাপারে সেনাকর্তা, প্রতিরক্ষামন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিশেষ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ জম্মু-কাশ্মীরের উরি সেনা ক্যাম্পে জঙ্গি হামলার পর ‘কড়া জবাব’ দেওয়ার পক্ষপাতী সেনাবাহিনী৷ অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী রাষ্ট্র্সংঘের অধিবেশনে যোগ দিতে গিয়ে ফের বিচ্ছিন্নতাবাদীদের পক্ষ নিয়ে কাশ্মীর সমস্যাকেই কূটনৈতিক হাতিয়ার করেছেন৷ বিবিসি জানাচ্ছে, উরিতে জঙ্গি হানার পর ভারতীয় সেনাবাহিনী ক্রমশই সীমান্তের কাছে সরে আসায় পাকিস্তান চিন্তিত৷ সেদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে এ বিষয়ে খবর প্রকাশিত হয়েছে৷ সীমান্তের কাছে ভারতীয় সেনাবাহিনীর অবস্থান নিয়ে চিন্তিত পাক প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফ সেনাবাহিনীর প্রধান জেনারেল রাহিল শরিফের সঙ্গে বিশেষ আলোচনা করেছেন৷  সূত্রের খবর, ভারতীয় সেনার আক্রমণের আশঙ্কায়  পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পিআইএ অধিকৃত কাশ্মীরের গিলগিট, স্কার্দু ও চিত্রল এলাকায় ‘উড়ান পরিষেবা আপাতত স্থগিত করেছে৷   ইসলামাবাদ ও পেশোয়ারের মধ্যে জাতীয় মহা সড়কের কিছু অংশও বন্ধ৷
উরিতে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারতের দাবি হামলাকারী জঙ্গিরা জৈশ ই মহম্মদ সংগঠনের৷ পাকিস্তান সরকারের মদতে সীমান্ত পার করে তারা হামলা চালিয়েছিল৷ এই দাবি অস্বীকার করেছে পাকিস্তান৷
সৌ: বিবিসি বাংলা
Read More

এই ছবিটি দেখে অনেকের মনে অনেক রকম বিচার আসবে

 কিন্তু সত্য জানতে পারলে আপনার চোখে জল আসতে বাধ্য

ছবিটি ইউরোপের এক শিল্পী তৈরি করছিলেন
একজন বয়স্ক মানুষের শাস্তি ঘোষণা হয়েছিলোতাকে জল খাবার না দিয়ে জেলে রাখা হোক যতক্ষণ না তার মৃত্যু হয় ।ব্যক্তিটির মেয়ে বিচারকের কাছ অনুমতি চান তার বাবার সাথে তাকে প্রত্যেক দিন সাক্ষাৎ করতে দেওয়ার জন্যেবিচারক অনুমতি দেন
মেয়েটির তার বাবাকে দেখে ভীষণ কষ্ট হয়জেলের প্রবেশ পথে তার প্রত্যেক বার তল্লাসি নেওয়া হয়জেলের ভেতরে কোনও খাবার নিয়ে যেতে পারেন নাতাই নিজের স্তন পান করিয়ে বাবাকে জীবিত রাখার চেষ্টা চালিয়ে যানকিছুদিন যাওয়ার পর কারারক্ষী দের সন্দেহ হয়তারপর দুজন কেই একদিন হাতেনাতে ধরে ফেলেন
আবার বিচার হয়
বিচারক দুজন কেই মুক্তি দিয়ে দেন ।নারী মানারী স্ত্রীনারী বোন
নারীর যে কতো রূপ বোঝা দায়
মেয়ে বাচাও মেয়ে পড়াও

Read More

বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

আপনার ভাগ্য ভাল না খারাপ এই ৩ টি ছবি থেকে মিলিয়ে 

নিন! ভাগ্য যাচাই করুন আপনার ৩ আঙ্গুল দেখে ।


প্রতিটি মানুষ আলাদা, এই বিষয়টি নতুন কিছু নয়। কিন্তু বাহ্যিক দিক থেকে সকলে যেমন আলাদা তেমনই ভেতরের দিক দিয়েও কিন্তু প্রতিটি মানুষ আলাদা। অর্থাৎ প্রতিটি মানুষের ব্যক্তিত্ব আলাদা ধরণের। প্রত্যেকেরই নিজস্ব চিন্তা ভাবনা, মানসিকতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কিন্তু আপনি জানেন কি আপনি কোন ধরনের মানুষ এবং আপনার ব্যক্তিত্ব কি ধরণের তা আপনার শারীরিক কিছু বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে? হাতের আঙুলের মাধ্যমেও প্রকাশ পায় আপনার ব্যক্তিত্ব। হাতের তর্জনী এবং অনামিকা আঙুলের লম্বার পার্থক্য আপনার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক তথ্যই প্রকাশ করতে পারে। জানতে চান আপনার ব্যক্তিত্ব কেমন?

চলুন তাহলে জেনে নেয়া যাক। উপরের ছবিটি লক্ষ্য করুন। এই ছবিতে ৩ ধরণের হাতের আঙুলের লম্বার পার্থক্য দেখানো হয়েছে। A ছবিটিতে তর্জনীর চাইতে অনামিকা আঙুলের দৈর্ঘ্য বেশি, B ছবিটিতে তর্জনীর চাইতে অনামিকা আঙুলের দৈর্ঘ্য কম এবং C ছবিটিতে অনামিকা ও তর্জনী দুটোর দৈর্ঘ্য সমান। মূলত এই ৩ ধরণের আঙুলের দৈর্ঘ্যের মানুষ দেখা যায়। নিজের হাত দেখে মিলিয়ে নিন আপনার আঙুলের দৈর্ঘ্য কোনটি এবং জেনে নিন আপনার ব্যক্তিত্ব সম্পর্কে কি বলে।

A ছবিটির মতো হলে ব্যক্তিত্ব

যাদের অনামিকা আঙুল তর্জনীর চাইতে দৈর্ঘ্যে লম্বা হয় তাদেড় চেহারা অনেক বেশি সুন্দর হয়। তারা অনেক বেশি রাগি স্বভাবের হয়, দ্রুত সঠিক সিদ্ধান্ত গ্রহণেও পটু এই ধরণের মানুষেরা। অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে পছন্দ করেন। এই ধরণের মানুষের পেশা হয়, সৈনিক, ইঞ্জিনিয়ার, দাবা খেলোয়াড় এবং তারা ক্রসওয়ার্ড সমাধান করতে পারেন বেশ সফলতার সাথে। বিজ্ঞানীরা গবেষণায় আরও দেখতে পান, যাদের তর্জনীর চাইতে অনামিকা লম্বা হয় তারা ছোট অনামিকার অধিকারী মানুষের চাইতে বেশি অর্থ উপার্জন করতে পারেন।

B ছবিটির ছবির মতো হলে ব্যক্তিত্ব

যে সকল মানুষের অনামিকা তর্জনীর চাইতে ছোট তারা অনেক বেশি আত্মবিশ্বাসী মানুষ হয়ে থাকেন। তারা অনেক বেশি আত্মকেন্দ্রিক এবং একটু অহংকারী ধরণের মানুষ হন। এই ধরণের মানুষেরা নীরবতা, নির্জনতা পছন্দ করেন, কেউ তাদের একান্ত সময়ে বিঘ্ন ঘটান তা একেবারেই পছন্দ করেন না। সম্পরকের ব্যাপারে এইধরনের মানুষেরা কখনোই প্রথমে এগিয়ে আসেন না, কিন্তু তারা নিজের প্রতি অন্যের মনোযোগ এবং আকর্ষণ অনেক উপভোগ করে থাকেন।

C ছবিটির মতো হলে ব্যক্তিত্ব

যাদের তর্জনী এবং অনামিকা আঙুলের দৈর্ঘ্য সমান তারা অনেক বেশি সাধারণ মানুষ হন এবং অনেক শান্তিপ্রিয় ধরণের হয়ে থাকেন। কোনো ঝগড়াঝাটিতে তারা জড়াতে চান না একেবারেই এবং কোনো কারণে জড়িয়ে গেলে অনেক অস্বস্তিতে পড়ে যান। তারা নির্ঝঞ্ঝাট জীবন যাপন করেন এবং সকলের সাথে থাকতে পছন্দ করেন। তারা সম্পর্কে অনেক বেশি বিশ্বস্ত হন এবং সঙ্গীর প্রতি অনেক বেশি কেয়ারিং থাকেন।

Read More

মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬

যন্ত্রণাদায়ক পাইলস সারিয়ে তুলুন সহজে

পাইলস বা হেমোরয়েড খুব পরিচিত একটি রোগ। প্রায় ঘরে এই রোগ হতে দেখা যায়। আমেরিকা যুক্তরাষ্ট্রে ৭৫% মানুষ এই রোগে ভুগে থাকেন। বিশেষত ৪৫ থেকে ৬৫ বয়সী মানুষেরা এই রোগে বেশি ভুগে থাকেন। বর্তমান সময়ে সব বয়সী মানুষের এই রোগ হতে দেখা দেয়। মলদ্বারে যন্ত্রণা, রক্ত পড়া, মলদ্বার ফুলে যাওয়া, জ্বালাপোড়া ইত্যাদি পাইলসের সাধারণ সমস্যা। পারিবারিক ইতিহাস, কোষ্ঠকাঠিন্য, কম ফাইবারযুক্ত খাবার, স্থূলতা, শারীরিক কার্যকলাপ, গর্ভাবস্থায়, এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অথবা বসে থাকা ইত্যাদি কারণে পাইলস দেখা দেয়। সাধারণত ওষুধ, অপারেশন পাইলসের চিকিৎসা হয়ে থাকে। এর সাথে কিছু ঘরোয়া উপায় এই সমস্যা সমাধান করা যায়।
১. বরফ ঘরোয়া উপায়ে পাইলস নিরাময় করার অন্যতম উপায় হল বরফ। এটি রক্তনালী রক্ত চলাচল সচল রাখে এবং ব্যথা দূর করে দেয়। একটি কাপড়ে কয়েক টুকরো বরফ পেঁচিয়ে ব্যথার স্থানে ১০ মিনিট রাখুন। এটি দিনে কয়েকবার করুন।
২. অ্যাপেল সাইডার ভিনেগার একটি তুলোর বলে অ্যাপেল সাইডার ভিনেগার লাগিয়ে ব্যথার স্থানে লাগান। শুরুতে এটি জ্বালাপোড়া সৃষ্টি করবে, কিছুক্ষণ পর এই জ্বালাপোড়া কমে যাবে। এটি দিনে কয়েকবার করুন। অভ্যন্তরীণ হেমোরয়েডের জন্য এক চা চামচ অ্যাপেল সাইডার ভিনেগার এক গ্লাস পানিতে মিশিয়ে নিন। এটি দিনে দুইবার পান করুন। এরসাথে এক চা চামচ মধু মিশিয়ে নিতে পারেন।
৩. অ্যালোভেরা বাহ্যিক হেমোরয়েডের জন্য অ্যালোভেরা জেল আক্রান্ত স্থানে ম্যাসাজ করে লাগান। এটি জ্বালাপোড়া দূর করে ব্যথা কমিয়ে দেবে। আভ্যন্তরীণ হেমোরয়েডের ক্ষেত্রে অ্যালোভেরা পাতার কাঁটার অংশ কেটে জেল অংশটুকু একটি প্ল্যাস্টিকের প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দিন। এবার এই ঠাণ্ডা অ্যালোভেরা জেলের টুকরো ক্ষত স্থানে লাগিয়ে রাখুন। এটি জ্বালাপোড়া, ব্যথা, চুলকানি দূর করে দেবে।
৪. অলিভ অয়েল প্রতিদিন এক চা চামচ অলিভ অয়েল খান। এটি দেহের প্রদাহ হ্রাস করে এবং মোনোস্যাচুরেটেড চর্বি উন্নত করে থাকে। এছাড়া কিছু বরই পাতা গুঁড়ো করে অলিভ অয়েলের সাথে মিশিয়ে নিন। এটি আক্রান্ত স্থানে ম্যাসাজ করে লাগান। এটি ব্যথা কমাতে সাহায্য করবে।
৫. আদা এবং লেবুর রস ডিহাইড্রেশন হেমোরয়েডের অন্যতম আরেকটি কারণ। আদাকুচি, লেবু এবং মধু মিশ্রিত জুস দিনে দুইবার পান করুন। এটি নিয়মিত পান করুন। এটি শরীর হাইড্রেটেড করে পাইলস দূর করে দেয়। এছাড়া দিনে ৮ থেকে ১০ গ্লাস পানি পান করুন।.
Read More

সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

ব্রাহ্মি ( Brahmi )

ইহা মস্তিষ্ক স্নিগ্ধকর ও মেধাবর্ধক । হুপিং কাশিতে ব্রাহ্মি শাকের ব্যবহার বিশেষ উপকারী । ব্রাহ্মি শাক সামান্য আগুনে সেঁকে রস করে প্রত্যহ ১৫/২০ ফোঁটা করে শিশুকে সেবন করালে কাল বর্ণের মলের সঙ্গে সঞ্চিত শ্লেষ্মা বের হয়ে যায় এবং ২/৩ দিনের মধ্যে শিশু সুস্থ হয়ে উঠে । ঔষধটি বিশেষভাবে পরিক্ষিত । ইহা আয়ু মেধা এবং স্মৃতি শক্তি বর্ধক । অভিজ্ঞ এবং প্রখ্যাত চিকিৎসকগণ বলেন ।

 It is a great tonic and largely used to keep up strength and memory 
Read More