ইসলামাবাদ: যেকোনো মুহূর্তে আক্রমণ করতে পারে ভারত৷ এমনই আশঙ্কা করছেন নাওয়াজ শরিফ সরকার৷ বিবিসি-র পাকিস্তান সংবাদদাতা জানিয়েছেন, দেশের উত্তরাঞ্চলেই ভারতীয় সেনার আক্রমণের আশঙ্কা করা হচ্ছে৷ জম্মু-কাশ্মীরের উরিতে জঙ্গি হানার পরই কূটনৈতিক স্তরে পাকিস্তানকে আন্তর্জাতিক মঞ্চে চরম বিব্রত করেছে ভারত৷ রাষ্ট্রসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র আগেই উরি হামলার কড়া নিন্দা করেছে৷ রাশিয়া-ফ্রান্স যৌথভাবে পাকিস্তানের অবস্থানকে তুলোধোনা করেছে৷ এরপরেই বিবিসির প্রতিবেদনে ভারতের আক্রমণের বিষয়ে সংবাদ প্রকাশ করা হল৷
উরিতে হামলার পরই দেশজুড়ে পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার দাবি উঠেছে৷ এ ব্যাপারে সেনাকর্তা, প্রতিরক্ষামন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিশেষ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ জম্মু-কাশ্মীরের উরি সেনা ক্যাম্পে জঙ্গি হামলার পর ‘কড়া জবাব’ দেওয়ার পক্ষপাতী সেনাবাহিনী৷ অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী রাষ্ট্র্সংঘের অধিবেশনে যোগ দিতে গিয়ে ফের বিচ্ছিন্নতাবাদীদের পক্ষ নিয়ে কাশ্মীর সমস্যাকেই কূটনৈতিক হাতিয়ার করেছেন৷ বিবিসি জানাচ্ছে, উরিতে জঙ্গি হানার পর ভারতীয় সেনাবাহিনী ক্রমশই সীমান্তের কাছে সরে আসায় পাকিস্তান চিন্তিত৷ সেদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে এ বিষয়ে খবর প্রকাশিত হয়েছে৷ সীমান্তের কাছে ভারতীয় সেনাবাহিনীর অবস্থান নিয়ে চিন্তিত পাক প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফ সেনাবাহিনীর প্রধান জেনারেল রাহিল শরিফের সঙ্গে বিশেষ আলোচনা করেছেন৷ সূত্রের খবর, ভারতীয় সেনার আক্রমণের আশঙ্কায় পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পিআইএ অধিকৃত কাশ্মীরের গিলগিট, স্কার্দু ও চিত্রল এলাকায় ‘উড়ান পরিষেবা আপাতত স্থগিত করেছে৷ ইসলামাবাদ ও পেশোয়ারের মধ্যে জাতীয় মহা সড়কের কিছু অংশও বন্ধ৷
উরিতে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারতের দাবি হামলাকারী জঙ্গিরা জৈশ ই মহম্মদ সংগঠনের৷ পাকিস্তান সরকারের মদতে সীমান্ত পার করে তারা হামলা চালিয়েছিল৷ এই দাবি অস্বীকার করেছে পাকিস্তান৷
সৌ: বিবিসি বাংলা


EmoticonEmoticon